কবিতাঃ আসল রাজা
লেখকঃ অরুণ সরকার
কাকের মুখে রটলো খবর
বনের রাজা বাঘ মরেছে।
জন্তুরা সব একে একে মরা
বাঘটা এলো দেখে।
কেউ করলো আহা উহু।
কেউ ভাবলো বাঁচা গেলো?
কদিন পর বললো সবাই,
বাঘ মরেছে এখন তবে
বনের একটা রাজা তো চাই,
কে তাহলে রাজা হবে!
শেয়াল শুনে চুপি চুপি,
মাথায় দিয়ে গাধার টুপি
লাফিয়ে উঠে সিংহাসনে
ডাকলো হুয়া হুক্কা রবে
বললো সেই রাজা হবে!
ভালুক বললো,এই বেয়াদব
ওখান থেকে নাম এখুনি!
রাজা হবো এই কথাটি
ফের যদি তোর মুখে শুনি
একটি চড়ে অক্কা পাবি
হুক্কা-হুয়া ভুলে যাবি!
বাঘ নেই তো আমি আছি,
বাঘের পরেই আমার দাবি!
নেকড়ে বলে, ভালোই আছো,
করবে তুমি ভালুক নাচও
সিংহাসনে বসে আবার।
ভাবছো বুঝি রাজাও হবে
আমি হলাম বাঘের পিসে,
আমার দাবি কমটা কিসে
আমায় রাজা করতে হবে!
হায়েনা বললো, হাসাস না আর,
পিসি কোথায় ঠিক নেই তার
এলেন উনি পিসে মশাই,
আমরা কোথায় যাইরে তবে,
আমায় রাজা করতে হবে।
বাঁদর বললো, ওরে হায়না
জুড়ে দিলি তুইও বায়না
জানিস তো কেউ তোকে চায় না,
ভাগাড় দিয়ে লেংচে চলিস
রাজা হবো তুইও বলিস!
আমি বানর অর্ধেক নর,
বনবাসী, বুদ্ধিজীবী,
আমায় রাজা করতে হবে
সব্বাইকে বলে দিবি!
শুয়োর বলে বাদরামী রাখ,
গাছে আছিস গাছেই তুই থাক।
পেটটা যখন দেব চিরে
সব বুদ্ধি বেরিয়ে যাবে,
আমায় বেশি ঘাটাস নিরে
আমি যখন গোঁ ধরেছি
আমায় রাজা করতে হবে!
সবাই চেঁচায় ঘেও ঘেও,খেঁকখেঁক
বন তোলপাড় হট্টগোলে।
বাদুড় তখন উঠলো বলে,
ঝুলে ঝুলে দেখছি সবই
সবাই ভাবছিস রাজা হবি?
হুহু ! শেয়াল ঠেয়াল দেখছিস কেও?
শুনতে পাচ্ছিস?
ঐ দূরে ডাকছে যে ফেও
আরেকজন যে এসে গেছে!
আইস্যা জোয়ান ইয়া থাবা,
কেও বললো ওরে বাবা
কেও বললো পালা পালা
কেউ বলে আন ফুলের মালা!
এসে গেছেন রাজামশাই,
সিংহাসনে এনে বসাই।
আমাদের তো রাজা সাজা,
বাঘ ই হচ্ছেন আসল রাজা।
0 মন্তব্যসমূহ