ভৈরব কোটা আন্দোলন লণ্ডভণ্ড, অবশেষে পুলিশের শেষ আশ্রয় হলো থানায়।
আজ শুক্রবার ঢাকা সিলেট মহাসড়ক, ভৈরব থানা সংলগ্ন রাস্তায় কোটা আন্দোলনকারি শিক্ষার্থীরা অবস্থান নেয়ার সময় পুলিশের সাথে সংঘাতে জরিয়ে পরে। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের সাথে অর্ধবেলা ধাওয়া পাল্টাধাওয়া চলে। দফায় দফায় সংঘর্ষে ৮ জন শিক্ষার্থী পুলিশের গুলিতে আহাত হলে স্থানীয় বেসরকারি হাসপাতাল ভৈরব জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
যার মধ্যে ৩ জন গুরুতর আহত হয় যাদের অবস্থা শংকাজনক। সকাল ১০ টায় ভৈরব দূর্জয় চত্বরে কোটা আন্দোলকারি শিক্ষার্থীরা আন্দোলনে দারালে পুলিশ বাধা দেয়। শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দেয়ায় এতে ক্ষিপ্ত হয়ে পর্বতীতে দুই পক্ষই সংঘাতে জরিয়ে পরে। এসব শিক্ষার্থীদের হাতে কিছু না থাকায় পুলিশ লাঠি চার্জ করে আন্দোলন লণ্ডভণ্ড করে দেয়। পরে শিক্ষার্থীরা লাঠি ও ইট নিলে পুলিশ থানার গেটে চলে আসে। এবং শিক্ষার্থীদের উপর টিআর গ্যাস নিক্ষেপ করে।
পুলিশ দফায় দফায় আন্দোলন কারিদের উপর গুলি ছোরে এতে শিক্ষার্থীরা পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে ইট ছুরলে পুলিশ অঝোরে গুলি ছুরতে শুর করে এভাবে করে সারাদিন চলতে থাকে। কোটা আন্দোলন সফল করার প্রতিশ্রুতি করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা তাদের আন্দোলন কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলন সফল করেই ঘরে ফিরবেন বলে জানান সংবাদ মাধ্যমে।
যেনে নিন আন্দোলনের মুল কারন ও কোটার বিন্যাস।
রাজস্ব বোর্ডের আওতায় বিভিন্ন নিয়োগে কোটার বিন্যাসঃ
বিসিএসে কোটার বিন্যাসঃ
মুক্তিযোদ্ধার কোটাঃ ৩০%
নারী কোটাঃ ১০%
জেলা কোটাঃ ১০%
উপজাতি কোটা ৫%
প্রতিবন্ধি কোটা ১%
মোটঃ ৫৬% কোটা
১ম ও ২য় শ্রেণী নন ক্যাডার
রাজস্ব অন্যান্য বোর্ডের চাকুরিতে কোটার বিন্যাসঃ
মুক্তিযোদ্ধার কোটাঃ ৩০%
নারী কোটাঃ ১৫%
জেলা কোটাঃ ১০%
উপজাতি কোটা ৫%
প্রতিবন্ধি কোটা ১%
মোটঃ ৬১% কোটা
৩য় ও ৪র্থ শ্রেণীর চাকুরিতে কোটা ৭০% বাংলাদেশ রেলওয়েতে কোটা ৮২%
প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটার বিন্যাসঃ
নারী কোটা ৬০%
মুক্তিযোদ্ধা কোটা ৩০%
পোষ্য কোটা ৫%
প্রতিবন্ধি কোটা ১%
মোটঃ ৯৬% কোটা।
0 মন্তব্যসমূহ