ড্রাইভিং লাইসেন্স কি? বাংলাদেশ রোড এন্ড ট্রান্সপোর্ট অথোরিটি Bangladesh Road and transport Authority (BRTA)
কর্তৃক অনুমোদিত রোডে মোটরযান চালানোর জন্য একজন চালককে মোটরযান চালানোর যে অনুমতি পত্র বা সার্টিফিকেট দেয়া হয় তাকেই ড্রাইভিং লাইসেন্স বলে যা মোটরযান চালনায় সব চালোকের থাকা আবশ্যক। যা চালকের সঙ্গে বহন করতে হয়, এই সনদের মাধ্যমে চালকের পরিচয় ও মোটরযান চালনায় দক্ষতা প্রকাশ করে।
বাংলাদেশে কয় ধরনের ড্রাইভিং লাইসেন্স প্রদান করে?
বাংলাদেশ রোড এন্ড ট্রান্সপোর্ট অথোরিটি Bangladesh Road and transport Authority (BRTA) কর্তৃক দুই ধরনের ড্রাইভিং লাইসেন্স প্রদান করে।
১: Professional Driving Licence পেশাদার ড্রাইভিং লাইসেন্স।
২: Non- Professional Driving Licence অপেশাদার ড্রাইভিং লাইসেন্স।
Professional or Non-professional ড্রাইভিং লাইসেন্স কি?
Professional Driving Licence পেশাদার ড্রাইভিং লাইসেন্স যা কমার্শিয়াল/ব্যবসায়ী মোটরযান যান- পরিবহন চালানোর জন্য, সরকারি চাকরির জন্য বা বিদেশে যাওয়ার জন্য Professional Driving Licence পেশাদার ড্রাইভিং লাইসেন্স ব্যবহার হয়।পেশাদার লাইসেন্স এর মেয়াদ ৫ বছর।
Non-Professional Driving Licence অপেশাদার ড্রাইভিং লাইসেন্স কি?
Non-Professional Driving Licence যা ব্যক্তিগত ছোট গাড়ি চালানো জন্য ব্যবহার হয়। এই ধরনের লাইসেন্স দিয়ে সরকারি বা যেকোন প্রতিষ্ঠানে চাকরি বা বড় গাড়ি চালানো যায় না। তবে এই ধরনের লাইসেন্স পরবর্তীতে আপগ্রেড করে পেশাদার লাইসেন্স করে নেওয়া সম্ভব। অপেশাদার লাইসেন্স এর মেয়াদ ১০ বছর।
ড্রাইভিং লাইসেন্সে 2 হুইলার 3 হুইলার 4 হুইলার কেনো লেখা থাকে?
বাংলাদেশ রোড এন্ড ট্রান্সপোর্ট অথোরিটি Bangladesh Road and transport Authority (BRTA) নিয়ম অনুযায়ী 2 হুইলার বলতে দুই চাকা বিশিষ্ট মোটরযানকে বুঝায় যেমন মোটরসাইকেল, 3 হুইলার বলতে তিন চাকা বিশিষ্ট মোটরযানকে বুঝায় যেমন সিএনজি, অটো, টোটো ইত্যাদি, 4 হুইলার বলতে চার চাকা বিশিষ্ট মোটরযানকে বুঝায় যেমন জিপ, পিকাপ ট্রাক, লেগুনা, হাইএইচ ইত্যাদি গাড়ি। বাংলাদেশ রোড এন্ড ট্রান্সপোর্ট অথোরিটি Bangladesh Road and transport Authority (BRTA) নিয়ম অনুযায়ী প্রথমে হালকা বা 4 হুইল মোটরযান চালানোর অনুমতি দেয়।
Driving Licence হালকা, মিডিয়াম ও ভাড়ি লাইসেন্স কাকে বলে?
বাংলাদেশ রোড এন্ড ট্রান্সপোর্ট অথোরিটি Bangladesh Road and transport Authority (BRTA) তিনটি ধাপে পরীক্ষামূলক পর্যায়ে Driving Licence প্রদান করে ১ প্রথম হালকা মোটরযান চালানোর অনুমতি দেয়। ২-৩ বছর পর এর থেকে মিডিয়ায় বড় গাড়ি যাতে ৪ এর অধিক চাকা রয়েছে তা চালানোর অনুমতি দেয়৷ ৩-৫ বছর পর ভাড়ি বড় গাড়ি যাতে ৬ এর অধিক চাকা রয়েছে তা চালানোর অনুমতি দেয়। এই তিনটি ধপকে ড্রাইভিং লাইসেন্স এর হালকা, মিডিয়া, ও ভাড়ি লাইসেন্স বলা হয়।
ড্রাইভিং লাইসেন্সের সরকারি আবেদন ফি কতো?
বাংলাদেশ রোড এন্ড ট্রান্সপোর্ট অথোরিটি Bangladesh Road and transport Authority (BRTA) ওয়েবসাইট কর্তৃক প্রকাশিত ড্রাইভিং লাইসেন্সের সরকারি আবেদন ফী।
- লার্নার বা শিক্ষানবিশ ফী অপেশাদার ৩৪৫/- টাকা।
- লার্নার বা শিক্ষানবিশ ফী পেশাদার ৫১৮/- টাকা।
- স্মার্টকার্ড এর জন্য ফী অপেশাদার ২৩০০/- টাকা
- স্মার্টকার্ড এর জন্য ফী পেশাদার ১৮৩৮/- টাকা।
লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার নিয়ম?
পেশাদারঃ
- নির্ধারিত ফরমে আবেদন।
- রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সাস্থ সার্টিফিকেট।
- বাসার বিদ্যুৎ বিল/পানি বিল/গ্যাস বিল এর কাগজ।
- ন্যাশনাল আইডি কার্ড (NID) / জন্ম নিবন্ধন সনদ / পাসপোর্ট এর সত্যায়িত ফটোকপি বিদেশ যাওয়ার জন্য প্রযোজ্য।
- শিক্ষাগত যোগ্যতার সনদ।
- সরকার নির্ধারিত ফী, অপেশাদার-৩৪৫/-টাকা এবং পেশাদার-৫১৮/-টাকা বিআরটিএ’র নির্ধারিত ব্যাংকে (ব্যাংক এর তালিকা www.brta.gov.bd -তে পাওয়া যাবে) জমাদানের রশিদ।
- সদ্য তোলা ০৩ কপি স্ট্যাম্প ও ০১ কপি পাসপোর্ট সাইজ ছবি।
পেশাদারঃ
- নির্ধারিত ফরমে আবেদন।
- রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সাস্থ সার্টিফিকেট।
- বাসার বিদ্যুৎ বিল/পানি বিল/গ্যাস বিল এর কাগজ।
- ন্যাশনাল আইডি কার্ড (NID) / জন্ম নিবন্ধন সনদ / পাসপোর্ট এর সত্যায়িত ফটোকপি বিদেশ যাওয়ার জন্য প্রযোজ্য।
- শিক্ষাগত যোগ্যতার সনদ।
- সরকার নির্ধারিত ফী, অপেশাদার-২৩০০/-টাকা এবং পেশাদার-১৮৩৮/-টাকা বিআরটিএ’র নির্ধারিত ব্যাংকে (ব্যাংক এর তালিকা www.brta.gov.bd -তে পাওয়া যাবে) জমাদানের রশিদ। পেশাদার ড্রাইভিং লাইসেন্স আবেদনকারির জন্য পুলিশ তদন্ত প্রতিবেদন (পাসপোর্ট এর কপি জমা দিলে পুলিশ তদন্ত লাগে না)।
- সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।
বাংলাদেশ রোড এন্ড ট্রান্সপোর্ট অথোরিটি Bangladesh Road and transport Authority (BRTA) নিয়ম অনুযায়ী আবেদনকারীর বয়স সর্বনিম্ন অপেশাদার বয়স ১৮ বছর এবং পেশাদার ২০ বছর হতে হবে। ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রথমে লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে হবে। এর জন্য আবেদনকারী তার বর্তমান বা স্থাই ঠিকানা এবং প্রয়োজনীয় কাগজপত্র যথা-সহ যে সার্কেলর অধীনস্থ হয় সেখানে জমা দিয়ে আবেদন করতে হবে। সার্কেল অফিস কর্তৃপক্ষ একটি শিক্ষানবিস বা লার্নার ড্রাইভিং লাইসেন্স প্রদান করবে যা দিয়ে আবেদনকারী ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। দুই থেকে তিন মাস পড় নির্ধারিত কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে লিখিত, মৌখিক ও মোটরযান চালানোর ফিল্ড টেস্ট পরীক্ষা নেয়া হবে, এসময় লার্নার এর মেইন কপি ও কলম সাথে আনতে হবে।
স্মার্টকার্ড এর জন্য আবেদন প্রক্রিয়া?
যারা পরীক্ষায় উত্তীর্ন হবে তারা পুনরায় বিআরটিএ কর্তৃক একটি নির্দিষ্ট ফরমে প্রয়োজনীয় কাগজপত্র যথাযথ ভাবে
প্রদান করে স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স-এর জন্য সংশিস্নষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে। গ্রাহকের বায়োমেট্রিক্স (ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ) গ্রহণ করে স্মার্ট কার্ড ইস্যু করা হয়। স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স প্রন্টিং সম্পন্ন হলে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে তা গ্রহণ করতে বলা হয়।
ড্রাইভিং লাইসেন্স নবায়ন পদ্ধতি?
আবেদনকারী নির্ধারিত ফি (মেয়াদোত্তীর্ণের ১৫ দিনের মধ্যে হলে ২১৮৫/- টাকা ও মেয়াদোত্তীর্ণের ১৫ দিন পরে প্রতি বছর ২০০/- টাকা জরিমানাসহ) জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ বিআরটিএর নির্দিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে। আবেদনপত্র ও সংযুক্ত কাগজপত্র
- নির্ধারিত ফরমে আবেদন।
- রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সাস্থ সার্টিফিকেট।
- বাসার বিদ্যুৎ বিল/পানি বিল/গ্যাস বিল এর কাগজ।
- ন্যাশনাল আইডি কার্ড (NID) / জন্ম নিবন্ধন সনদ / পাসপোর্ট এর সত্যায়িত ফটোকপি বিদেশ যাওয়ার জন্য প্রযোজ্য।
- শিক্ষাগত যোগ্যতার সনদ।
- সরকার নির্ধারিত ফী, বিআরটিএ’র নির্ধারিত ব্যাংকে (ব্যাংক এর তালিকা www.brta.gov.bd -তে পাওয়া যাবে) জমাদানের রশিদ।
- সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।
তথ্য সঠিক পাওয়া গেলে একইদিনে গ্রাহকের বায়োমেট্রিক্স (ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ) গ্রহণ করা হয়। স্মার্ট কার্ড নতুন প্রন্টিং সম্পন্ন হলে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হয়।
পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন পদ্ধতি?
পেশাদার ড্রাইভিং লাইসেন্সধারীদেরকে পুনরায় একটি ব্যবহারিক বা ফিল্ড টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষায় উত্ত্তীর্ণ হওয়ার পর নির্ধারিত ফি (মেয়াদোত্তীর্ণের ১৫ দিনের মধ্যে হলে ১৩২৩/- টাকা ও মেয়াদোত্তীর্ণের ১৫ দিন পরে প্রতি বছর ২০০/- টাকা জরিমানাসহ) জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ
- নির্ধারিত ফরমে আবেদন।
- রেজিষ্টার্ড ডাক্তার কর্তৃক মেডিকেল সাস্থ সার্টিফিকেট।
- বাসার বিদ্যুৎ বিল/পানি বিল/গ্যাস বিল এর কাগজ।
- ন্যাশনাল আইডি কার্ড (NID) / জন্ম নিবন্ধন সনদ / পাসপোর্ট এর সত্যায়িত ফটোকপি বিদেশ যাওয়ার জন্য প্রযোজ্য। (কোন ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দরকার হয়)
- শিক্ষাগত যোগ্যতার সনদ।
- সরকার নির্ধারিত ফী, বিআরটিএ’র নির্ধারিত ব্যাংকে (ব্যাংক এর তালিকা www.brta.gov.bd -তে পাওয়া যাবে) জমাদানের রশিদ।
- সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।
বিআরটিএর নির্দিষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে। গ্রাহকের বায়োমেট্রিক্স (ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ) গ্রহণের জন্য গ্রাহককে নির্দিষ্ট সার্কেল অফিসে উপস্থিত হতে হবে। স্মার্ট কার্ড নতুন প্রন্টিং- সম্পন্ন হলে গ্রাহককে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেয়া হয়।
ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেলে পূনরায় উঠানোর পদ্ধতি?
- নির্ধারিত ফরমে আবেদন।
- থানার জিডি কপি/পেপার বিজ্ঞপ্তি/ট্রাফিক ক্লিয়ারেন্স।
- নির্ধারিত ফী (হাই সিকিউরিটি ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে ৬৩৩ টাকা বিআরটিএ'র নির্ধারিত ব্যাংকে জমা দানের রশিদ।
- সদ্য তোলা ১ কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে বিআরটিএ'র নির্দিষ্ট সার্কেল অফিসে যোগাযোগ করতে হবে। বিআরটিএর অফিস যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
আবেদন ফরম লিংক
লার্নার বা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স-এর ফর্ম-এর জন্য নিচের লিংক-এ ক্লিক করুনঃ ড্রাইভিং লাইসেন্স-এর ফর্ম-এর জন্য নিচের লিংক-এ ক্লিক করুনঃ
http://www.brta.gov.bd/images/files/formfee/latest_dl_form.pdfমেডিক্যাল সার্টিফিকেটের জন্য নিচের লিংক-এ ক্লিক করুনঃ
http://www.brta.gov.bd/images/files/formfee/brta_application_form_medical_report-1.pdf
http://www.brta.gov.bd/images/files/formfee/brta_application_form_medical_report-1.pdf
0 মন্তব্যসমূহ