আলভী-সানির মুক্তির দাবিতে বরিশালে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ঢাকা নগরের সংগঠক আলভী-সানি'র মুক্তির দাবিতে বরিশালে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি অশ্বিনী কুমার হল চত্বর থেকে শুরু হয়ে নগরীর সদর রোড প্রদক্ষিণ করে ফের অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়।
উক্ত মিছিলে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের সভাপতি নুসরাত জাহান মিম, ব্রজমোহন কলেজ সংসদের যুগ্ম -আহ্বায়ক সুজয় সরকার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ব্রজমোহন কলেজ শাখার সাধারণ সম্পাদক বিজন সিকদার, নগর শাখার সংগঠক লামিয়া সাইমন, গনতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক রাকিব মাহমুদ প্রমুখ।
উল্লেখ্য যে, গত ২৮ জানুয়ারি ঢাকায় বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বার ভর্তি পরীক্ষার দাবিতে চলমান আন্দোলনের নেতা ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ঢাকা নগরের সংগঠক আলভী মাহমুদ ও বখতিয়ার উদ্দিন সানি-কে আন্দোলন থেকে জিজ্ঞাসাবাদের কথা বলে ডেকে নিয়ে শাহবাগ থানা পুলিশ মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে।
0 মন্তব্যসমূহ